সীমান্তে পিলারের কাছে পাওয়া গেল ৮০ হাজার ডলার!

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

বুধবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্তের ৮৫ নম্বর মেইন পিলারের সামনে থেকে বিদেশি মুদ্রাগুলো উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, বিজিবি ফুলবাড়ী ক্যাম্পের সদস্যরা গোপন খবরে জানতে পারে একদল চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করতে যাচ্ছে।

সেই অনুযায়ী বেলা ১১টার দিকে ফুলবাড়ি সীমান্তের ৮৫ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাকাবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে আটটি ইউএস ডলারের বান্ডিল (এক হাজার পরিমাণের) ৮৫ নম্বর মেইন পিলারের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি মুদ্রাগুলো উদ্ধার করা হয়।

- Advertisement -islamibank

তিনি আরও জানান, উদ্ধার করা ডলারগুলো দামুড়হুদা মডেল থানায় জমা দেওয়া হয়েছে। সেই সঙ্গে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাকারবারি ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM