ভাসানচর থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা আটক

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

আজ শনিবার ভোরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে তারা ভাসানচর হতে দালালের মাধ্যমে পালিয়ে আসেন বলে জানায় পুলিশ।

- Advertisement -google news follower

আটকরা হলেন, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৭০ নম্বর ক্লাস্টারের ২১ বছরের নূর বেগম, দুই বছরের খায়রুল আলামিন, ২৫ বছরের সাইদুল আমিন, ৭৩ নম্বর ক্লাস্টারের ২২ বছরের এরফান উল্যাহ, ২০ বছরের কুলসুম ও দুই বছরের রবিউল হাসান।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, সাত রোহিঙ্গা একসঙ্গে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে ভাসানচর হতে দালালের মাধ্যমে পালিয়ে আসেন। দালাল চক্র কৌশলে তাদের সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিন এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যান। পরে বিষয়টি থানায় জানানো হলে ভোরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

- Advertisement -islamibank

আটক রোহিঙ্গাদের ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে ফেরত পাঠানো হবে বলেও জানান ওসি।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM