টমটম পাহাড়ি খাদে,নিহত স্কুল ছাত্রী

বান্দরবান জেলার লামা উপজেলায় যাত্রীবাহি একটি টমটম গাড়ি পাহাড়ি খাদে পড়ে তাসমিন আক্তার নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন যাত্রী।

- Advertisement -

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া-লামা সড়কের ইয়াংছা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পাওয়া যায়নি। নিহত তাসমিন আক্তার চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়ন ডুমখালী গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের মেয়ে।

- Advertisement -google news follower

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল সাড় ১০টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা থেকে যাত্রী বােঝাই করে একটি টমটম গাড়ি লামা উপজেলার ইয়াংছা এলাকায় যাচ্ছিল।

এ সময় টমটম গাড়িটি সড়কের ইয়াংছা আর্মি ক্যাম্পের আগর মাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৬ যাত্রী আহত হন।

- Advertisement -islamibank

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্কুল ছাত্রী তাসনিম আক্তার দুুপুুর ২টার দিক মারা যান।

অপরাপর আহতদের মধ্যর হুমাইরাসহ দুই জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাদরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করন।

এ বিষয় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মােহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM