জ্যৈষ্টপুরা পাহাড়ের দেড় হাজার ফলদ গাছ কাটলো কে?

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্টপুরা পাহাড়ে বিভিন্ন প্রজাতির ১৫০০ ফলদ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ আগস্ট) সকালে বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকরা এ দৃশ্য দেখতে পান।

- Advertisement -

বাগানের মালিক শওকত হোসেন এ ঘটনায় বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরী করেছেন। তিনি জানান, শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে বাগান ছুটে যায়। কে বা কারা আমার বাগানের লেবু, আমসহ বিভিন্ন প্রজাতির প্রায় দেড় হাজার গাছ ও চারা কেটে বিনস্ট করে দিয়েছে।

- Advertisement -google news follower

পাহাড়ে আমার ও আমার এক আত্মীয়ের খরিদা জায়গায় অনেক শ্রম এবং অর্থ বিনিয়োগ করে এ বাগান গড়ে ছিলাম। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। তিনিও ভাবনায় পড়েছেন এসব গাছ কাটলো কে?

অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে জানালেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM