শাহ আমানতের রানওয়ে প্রায় দেড় ঘণ্টা পর চালু

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ১ ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকার পর চালু হয়েছে। রোববার (৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন।

- Advertisement -

তিনি বলেন, বিমান বন্দরের রানওয়ে ১ ঘণ্টা ২০ মিনিটের মতো বন্ধ ছিল। বিকেল ৩টা ৪৫ মিনিটে রানওয়েটি আবার চালু করা হয়েছে।

- Advertisement -google news follower

তবে রানওয়েটি ঠিক কী কারণে বন্ধ ছিল সে বিষয়ে কোনো তথ্য জানাননি উইং কমান্ডার ফরহাদ হোসেন।

এদিকে বিমান বন্দর সূত্রে জানা গেছে, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ল্যান্ড করার পর মোড় নেওয়ার সময় চাকা খুলে যায়। এ কারণে বিমানটি রানওয়েতে পড়ে যায়। এতে বিমানে থাকা কেউ আহত হননি বলে জানা গেছে। বিমানটির চাকা মেরামতের পর রানওয়ে থেকে বিমানটি সরিয়ে নেওয়া হয়েছে। এরপর রানওয়ে আবার চালু করা হয়েছে।

- Advertisement -islamibank

গত বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি প্লেন আটকে থাকে। এতে প্রায় ৪০ মিনিট রানওয়ে বন্ধ থাকে। তখন অবতরণ ও উড্ডয়নের অপেক্ষায় থাকা প্রায় ১৫টি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল ব্যাহত হয়।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM