হোটেলে মিলল তাইওয়ানের শীর্ষ ক্ষেপণাস্ত্র কর্মকর্তার মরদেহ

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন বিভাগের উপ-প্রধানকে হোটেলের একটি কক্ষ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

- Advertisement -

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, তাইওয়ানের সামরিক বাহিনীর মালিকানাধীন ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির উপ-প্রধান ওউ ইয়াং লি-হসিংকে গত শনিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলের একটি হোটেলকক্ষ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

- Advertisement -google news follower

৫৭ বছর বয়সী ওই কর্মকর্তার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে এবং হোটেলে তার কক্ষে কারো ‘অনুপ্রবেশের’ ইঙ্গিত পাওয়া যায়নি। ইয়াংয়ের পরিবার জানিয়েছে, বেশ কিছুদিন ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। তার হৃদযন্ত্রে রিং পরানো ছিল।

ওউ ইয়াং ব্যবসায়িক কাজে দক্ষিণাঞ্চলীয় কাউন্টি পিংটংয়ে গিয়েছিলেন। চলতি বছরই বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্পের তদারকির দায়িত্ব পেয়েছিলেন তিনি।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM