তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন বিভাগের উপ-প্রধানকে হোটেলের একটি কক্ষ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, তাইওয়ানের সামরিক বাহিনীর মালিকানাধীন ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির উপ-প্রধান ওউ ইয়াং লি-হসিংকে গত শনিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলের একটি হোটেলকক্ষ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
৫৭ বছর বয়সী ওই কর্মকর্তার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে এবং হোটেলে তার কক্ষে কারো ‘অনুপ্রবেশের’ ইঙ্গিত পাওয়া যায়নি। ইয়াংয়ের পরিবার জানিয়েছে, বেশ কিছুদিন ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। তার হৃদযন্ত্রে রিং পরানো ছিল।
ওউ ইয়াং ব্যবসায়িক কাজে দক্ষিণাঞ্চলীয় কাউন্টি পিংটংয়ে গিয়েছিলেন। চলতি বছরই বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্পের তদারকির দায়িত্ব পেয়েছিলেন তিনি।
জয়নিউজ/পিডি