ডোনাল্ড ট্রাম্পের বাসায় তল্লাশি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অজ্ঞাত কারনে আইনপ্রয়োগকারী বাহিনী তদন্ত শুরু করেছে। তার বাসায় তল্লাশি চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

- Advertisement -

এসময় এফবিআইয়ের এক এজেন্ট তার বাড়ির একটি সেফ ভেঙে ফেলে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। সোমবার (৮ আগস্ট) ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগোতে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

বিবিসি এক প্রতিবেদনে জানায়, এফবিআইয়ের অভিযানটি ট্রাম্পের অফিসিয়াল কাগজপত্র নিয়ে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

২০২৪ সালে ট্রাম্প তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন, এমন সম্ভাব্য খবর সামনে আসার পরই মূলত ট্রাম্পের বিরুদ্ধে আইনপ্রয়োগকারী বাহিনীর তদন্ত শুরু করে।
বিবিসির মার্কিন পার্টনার সিবিএস নিউজের মতে, অভিযানের সময় ট্রাম্প নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে ছিলেন।

- Advertisement -islamibank

ট্রাম্প জানান, তিনি সব সরকারী সংস্থার সাথে সহযোগিতা করেছিলেন তাই তার বাড়িতে এমন অঘোষিত অভিযানের কোন প্রয়োজন ছিল না।

তিনি আরও জানান, তাকে হোয়াইট হাউসে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়ার জন্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

ট্রাম্প বলেন, এই ধরনের হামলা শুধুমাত্র তৃতীয় বিশ্বের দেশগুলোতেই ঘটতে পারে। দুঃখজনকভাবে, আমেরিকা এখন সেই দেশগুলির মধ্যে একটি হয়ে উঠেছে, এমন পর্যায়ে দুর্নীতিগ্রস্ত যা আগে দেখা যায়নি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM