ভাঙারি দোকানে বিস্ফোরণ: মৃত্যুর সংখ্যা বেড়ে ৫

রাজধানীর তুরাগ কামারপাড়া রাজাবাড়ি এলাকায় ভাঙারি দোকান ও রিকশার গ্যারেজে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে। এতে আটজন দগ্ধ হন। গেল তিনদিনে দগ্ধদের ৬ জন মারা গেছে।

- Advertisement -

এর মধ্যে ওইদিন রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর হোসেন (৬০), গাজী মাজহারুল ইসলাম (৪৫) ও আলমগীর হোসেন আলম (২৩)। রোববার রাতে মিজানুর (৩৫) এবং সর্বশেষ আল আমিন (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।

- Advertisement -google news follower

সোমবার দিবাগত রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা যান আল আমিন।

গণমাধ্যমকে মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন।

- Advertisement -islamibank

তিনি বলেন, ‘আল আমিনের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল।’ ডা. এস এম আইউব হোসেন আরও জানান, বর্তমানে আরও দুইজন দগ্ধ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে শাহিনের ৩৫ শতাংশ ও শফিকুলের ৮০ শতাংশ। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM