চট্টগ্রামে ৮ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৪৫টি নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৫১। এর মধ্যে ৭ জন নগরের এবং একজন বোয়ালখালী উপজেলার।

- Advertisement -

মঙ্গলবার (৯ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত প্রতিবেদনে এমনটি উঠে আসে।

- Advertisement -google news follower

সূত্র জানায়, ১৪৫টি নমুনার মধ্যে বিআইটিআইডি চট্টগ্রামে ২১, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১২, ইমপেরিয়াল হাসপাতালে ৩৪, শেভরনে ১৫, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৭, আরটিআরএলে ৬, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৯, ইপিক হেলথ কেয়ারে ১৭, মেট্রোপলিটন হাসপাতালে ৫, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৫ এবং এভারকেয়ার হাসপাতালে ১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এন্টিজেন টেস্ট করা হয় ৩ জনের।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৬৩২ জন। এর মধ্যে নগরের ৯৩ হাজার ৭৫৮ জন এবং বিভিন্ন উপজেলার ৩৪ হাজার ৮৭৪ জন।

- Advertisement -islamibank

এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১ হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরের ৭৩৭ জন এবং উপজেলার ৬৩০ জন।

স্বাস্থ্য বিভাগ করোনা প্রতিরোধে টিকা গ্রহন, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM