চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৪৫টি নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৫১। এর মধ্যে ৭ জন নগরের এবং একজন বোয়ালখালী উপজেলার।
মঙ্গলবার (৯ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত প্রতিবেদনে এমনটি উঠে আসে।
সূত্র জানায়, ১৪৫টি নমুনার মধ্যে বিআইটিআইডি চট্টগ্রামে ২১, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১২, ইমপেরিয়াল হাসপাতালে ৩৪, শেভরনে ১৫, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৭, আরটিআরএলে ৬, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৯, ইপিক হেলথ কেয়ারে ১৭, মেট্রোপলিটন হাসপাতালে ৫, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৫ এবং এভারকেয়ার হাসপাতালে ১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এন্টিজেন টেস্ট করা হয় ৩ জনের।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৬৩২ জন। এর মধ্যে নগরের ৯৩ হাজার ৭৫৮ জন এবং বিভিন্ন উপজেলার ৩৪ হাজার ৮৭৪ জন।
এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১ হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরের ৭৩৭ জন এবং উপজেলার ৬৩০ জন।
স্বাস্থ্য বিভাগ করোনা প্রতিরোধে টিকা গ্রহন, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে।
জেএন/কেকে