বাংলাদেশের ম্যাচফি’র ৪০ শতাংশ জরিমানা

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের পর এবার আরও একটি দুঃসংবাদ টাইগার শিবিরে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মঙ্গলবার (৯ আগস্ট) আইসিসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

- Advertisement -

সিরিজ হারের পর হতাশ টাইগারদের হতাশা আরও বাড়াচ্ছে আইসিসি। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে টাইগারদের।

- Advertisement -google news follower

গত রবিবার (৭ আগস্ট) সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে সেই লক্ষ্য তো পূরণই হয়নি, এবার ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে টাইগারদের। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে দুই ওভার পিছিয়ে ছিলেন তামিম ইকবালরা।

আইসিসির নিয়ম বলছে, পিছিয়ে থাকা প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা দিতে হবে। তাইতো দুই ওভার পিছিয়ে থাকায় টাইগার ক্রিকেটারদের ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন টাইগার দলপতি তামিম। ফলে এই ইস্যুতে আনুষ্ঠানিক শুনানি করার প্রয়োজন পড়েনি।

- Advertisement -islamibank

হাথুরুসিংহের মত আগ্রাসী কোচ চায় বিসিবি
উল্লেখ্য, সিরিজের প্রথম দুই ওয়ানডেতে সমান পাঁচ উইকেটের ব্যবধানে হেরেছে টাইগাররা। বুধবার (১০ আগস্ট) হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে হারারে স্পোর্টস ক্লাবে আবারও স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা সোয়া একটায়।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM