মালয়েশিয়ায় ভূমিধসে ৫ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার পেনাং রাজ্যে একটি নির্মাণস্থলে ভূমিধসে ৫ বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচজনের মৃতদেহ উদ্ধারে অভিযান চলছে।

- Advertisement -

শুক্রবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুর দুইটার দিকে মুষলধারে বৃষ্টির কারণে পেনাংয়ের টুইন হিলস এক্সপ্রেসওয়ে প্রকল্পের সাইটে এই ভূমিধসের ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

মাটির নিচে চাপা পড়া নয়জনের সবাই নিহত হয়েছে নিশ্চিত করে পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক সাদন মোক্তার জানান, উদ্ধার অভিযান চলছে।

মাটির নিচে চাপা পড়া নয়জনের মধ্যে যে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন বাংলাদেশের আকতারুল (৩৫), ইন্দোনেশিয়ার সামসুল আসমান (১৯), বাহতিয়ার (৩৬) এবং মিয়ানমারের খিন আয়ে খাইং।

- Advertisement -islamibank

এছাড়া যে পাঁচজনের মৃতদেহ এখনো উদ্ধার করা যায়নি তারা হলেন বাংলাদেশের মিঠু হুসাইন (৩০), মো. আব্দুল জলিল (৩১), উজ্জ্বল (৩৩), রাহাত (২৫) এবং একজন ইন্দোনেশিয়ান।

নিহত বাংলাদেশি উজ্জ্বল, রাহাত এবং আকতারুল একে অপরের খালাতো ভাই। তাদের বাড়ি যশোরের ঝিকরগাছায়।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM