পরাণ’র পর ‘দামাল’ নিয়ে পর্দায় আসছে মিম-রাজ জুটি

পরাণ’ সিনেমার বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজের অভিনয় পছন্দ করেছেন দর্শকরা। ফরিদুর রেজা সাগরের গল্প নিয়ে নির্মিত ‘দামাল’ সিনেমায়ও আছেন এই দুজন।

- Advertisement -

রায়হান রাফী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় আরও আছেন সিয়াম আহমেদ, সুমিত, রাশেদ অপু ও শাহনাজ সুমিসহ অনেকে।

- Advertisement -google news follower

সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। প্রদর্শন শেষে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট দেওয়া হয়েছে সিনেমাটিকে। যা আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘দামাল’ সিনেমাটি। ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযোদ্ধাদের জন্য ব্যয় করছেন। এ ছাড়া অনেক অজানা কাহিনী উঠে আসবে সিনেমাটিতে।

- Advertisement -islamibank

পরিচালক রায়হান রাফী বলেন, ‘দামাল’ যে গল্প নিয়ে নির্মিত পৃথিবীর অন্য কোনো দেশে এমন ইতিহাস নেই। ১৯৭১ সালে ফুটবল দল এবং বর্তমান সময়ে নারী ফুটবল দলের কিছু চিত্র সমন্বয় দেখা যাবে ‘দামাল’ ছবিতে। এটি ব্যয়বহুল ছবি। উত্তরবঙ্গের সৈয়দপুর, রংপুরের বিভিন্ন লোকেশনে একটানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হয়েছে। ভিএফএক্সে প্রচুর সময় দিতে হয়েছে। সবমিলিয়ে দুর্দান্ত কিছু নিয়ে আসছে দামাল।

দামাল- ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজাসহ অনেকে।

‘দামাল’র সেন্সর প্রসঙ্গে মিম বলেন, সেন্সর হয়েছে শুনেছি। সেন্সর থেকে একাধিক সদস্য ফোন করে ভীষণ প্রশংসা করেছেন। তারা জানিয়েছেন, ‘দামাল’ দেখে মুগ্ধ হয়েছেন। ‘পরাণ’ যেভাবে দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে, আমার বিশ্বাস ‘দামাল’ দিয়েও এমনও কিছু হবে। এখন মুক্তির অপেক্ষায় আছি।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM