চট্টগ্রামে গেল ২৪ ঘন্টার ব্যবধানে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। আগের দিন নগর ও জেলায় মোট ৮ জনের করোনা শনাক্ত হলেও ২৪ ঘন্টায় তা বেড়ে ১০ জন আক্রান্ত হয়েছেন।
শনাক্তের হার ৭ দশমিক ৪০ শতাংশ। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২৮ হাজার ৬৫৮ জনে।
তবে এসময়ের মধ্যে চট্টগ্রাম নগর ও জেলার কোথাও ভাইরাসটিতে আক্রান্ত কারো মৃত্যু হয়নি। ফলে আগের দিনের মতোই মৃত্যুর সংখ্য ১ হাজার ৩৬৭ জনে অপরিবর্তিত থাকল।
আজ শুক্রবার (১২ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাব ও এন্টিজেন টেস্টে মোট ১৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৮ জন নগরের এবং বাকি দুই জন ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৫৮ জনে। এর মধ্যে
চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মধ্যে ৯৩ হাজার ৭৮০ জন নগরীর এবং ৩৪ হাজার ৮৭৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাছাড়া মোট মারা যাওয়া ১ হাজার ৩৬৭ জনের মধ্যে নগরের ৭৩৭ জন এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার।
জেএন/পিআর