ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা গুনল সীতাকুণ্ডের ৪ হোটেল

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পৌর সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। এসময় অপরিচ্ছন্ন রান্নাঘর ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চারটি খাবার হোটেলকে জরিমানা করা হয়।

- Advertisement -

আজ শনিবার (১৩ আগষ্ট) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত পৌরসদরে দেড় ঘন্টা অভিযান চালিয়ে এসব হোটেল থেকে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাত হোসেন।

- Advertisement -google news follower

অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও নোংরা পরিবেশের জন্য আল-আমিন হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা, সৌদিয়া হোটেলকে ৫ হাজার, রাজবাড়ী রেস্তোরাকে ৫ হাজার ও কলেজ রোডের ভাই-ভাই হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহাদাত হোসেন বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে।

- Advertisement -islamibank

এই ধরণের অভিযান অব্যাহত রাখা হবে জানিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য হোটেলগুলোতে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে বললেন নির্বাহী কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM