রায়হান ফুডসকে ৭০ হাজার টাকা জরিমানা

নগরীর মাদারবাড়ী যুগীচাঁদ মসজিদ লেইনের রায়হান ফুডস এর কারখানার পরিবেশ অস্বাস্থ্যকর নোংরা, মেয়াদ বিহীন মিষ্টি  বিক্রি ও কারখানায় কর্মরত কর্মীদের হেলথ ফিটনেস সনদপত্র না থাকায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ফুটপাতে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৩ দোকানদারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -

রোববার (১৪ আগস্ট) চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী উক্ত অভিযান পরিচালনা করেন।

- Advertisement -google news follower

এছাড়া স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অপর এক অভিযানে নগরীর কদমতলী মোড় থেকে পশ্চিম মাদারবাড়ী সড়কের মাজার পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখল করে পুরাতন লোহার পাইপ রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ২৩ ব্যক্তিকে ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

- Advertisement -islamibank

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM