চট্টগ্রামে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে পালন করা হচ্ছে জাতীয় শোক দিবস।

- Advertisement -

সোমবার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যম দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম।

- Advertisement -google news follower

এরপর জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় শোক র‍্যালি। এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, পুলিশের ডিআইজি আনোয়ারা হোসেন, জেলা প্রশাসক মো. মোমিনুর রহমান, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।

পরে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসন সহ সরকারের বিভিন্ন দফতর, অধিদফতরের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

- Advertisement -islamibank

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়।

চট্টগ্রামে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

দিবসটি উপলক্ষে সকালে ফজরের নামাজের পর বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM