চট্টগ্রামে একদিনে শনাক্তের হার বেড়ে ১৪ দশমিক ২৮ শতাংশ

চট্টগ্রামে প্রাণঘাতি করোনা ভাইরাস শনাক্তের হারে বড় লাফ দিয়েছে। আগের দিন ৫ দশমিক ৬০ শতাংশ হলেও গেল ২৪ ঘন্টায় শনাক্ত হার বেড়ে দাড়িয়েছে ১৪ দশমিক ২৮ শতাংশে।

- Advertisement -

এদিন নতুন করে শনাক্ত হয়েছে ৬ জন। এরমধ্যে ৬ জনই মহানগরের বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৮১ জনে।

- Advertisement -google news follower

তবে গেল ২৪ ঘন্টা সময়ে চট্টগ্রামের কোথাও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা আগের দিনের মতোই ১ হাজার ৩৬৭ জনে অপরিবর্তিত থাকল।

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া করোনা মহামারির দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

- Advertisement -islamibank

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরের ৪টি ল্যাব ও এন্টিজেন টেস্টে ৪২ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যায় ৯৩ হাজার ৭৯৭ জন নগরীর ও ৩৪ হাজার ৮৮৪ জন উপজেলার বাসিন্দা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM