আফগানিস্তানে বন্যা-ভূমিধসে ৩১ জনের মৃত্যু

আফগানিস্তানের উত্তরাঞ্চল পারওয়ান প্রদেশে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে ধসে পড়েছে বহু ঘরবাড়ি। ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৩১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

- Advertisement -

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সোমবার (১৫ আগস্ট) দেশটির একটি উপত্যকায় প্রাণহানির ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন ১৭ জন। তাছাড়া এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

- Advertisement -google news follower

তালেবান সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বাখতাওয়ার নিউজ এজেন্সির খবরে বলা হয়, ভারি বৃষ্টিপাত ও ভূমিধসে হতাহতের পাশাপাশি নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় কর্তৃপক্ষ। পাহাড়ি ঢলে বাড়িঘর ধসে পড়ায় বাস্তচ্যুত হয়ে পড়েছেন সেখানকার কয়েক হাজার বাসিন্দা।

- Advertisement -islamibank

আকস্মিক বন্যায় ঘরবান্দ উপত্যকায় বেশ কয়েকটি জেলায় ভূমিধস দেখা দিয়েছে। এতে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত ৩১ জন মারা গেছেন। আহত হয়েছে প্রায় ১০০ জন।

গত জুলাই মাসে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যায় ৭৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। জুনে প্রাকৃতিক দুর্যোগে নিহতের সংখ্যা ছিল ১৯।

তবে দেশটির প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, বন্যায় অন্তত ৪০০ মানুষ নিহত হয়েছেন। মৃতের পাশাপাশি বন্যার কারণে নাগরিকদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM