সিজেকেএস দাবায় মঈনউদ্দীন চ্যাম্পিয়ন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় ও তানজিনা এন্টারপ্রাইজের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশীপ রোববার (২১ অক্টোবর) শেষ হয়েছে।

- Advertisement -

খেলায় আহমদ মঈনউদ্দীন ৭ খেলায় সাড়ে ৬ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ৬ পয়েন্ট পেয়ে রানারআপ হন আকিব জাওয়াদ। সাড়ে ৫ পয়েন্ট পেয়ে মুজিবুর রহমান ৩য়, সবুজুর রহমান ৪র্থ, কুতুব উদ্দিন ৫ম, আবু ফয়েজ ৬ষ্ঠ, বকুল বড়ুয়া ৭ম এবং মোহাম্মদ মঈনউদ্দীন ৮ম স্থান অর্জন করেন।

- Advertisement -google news follower

সেরা মহিলা খেলোয়াড় হয়েছেন তানজিলা তুর নূর এবং অনূর্ধ্ব-১৬ সেরা ক্যাটাগরিতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মো. সাবিত।

খেলা শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

- Advertisement -islamibank

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানজিনা এন্টারপ্রাইজের চেয়ারম্যান আসাদুর রহমান। সিজেকেএস দাবা কমিটির সম্পাদক ও মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মো. অহিদ সিরাজ চৌধুরী স্বপন, মোহাম্মদ ইউসুফ, সিজেকেএস কাউন্সিলর প্রবীন কুমার ঘোষ, মকসুদুর রহমান বুলবুল, দাবা কমিটির যুগ্ম-সম্পাদক রকিবুল ইসলাম সাচ্চু, সদস্য প্রকৌশলী এস এম তারেক, সৈয়দ আব্দুল আহাদ, নাসির হাসান প্রমুখ।

বিশ্ব দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে কর্তৃক স্বীকৃত এই আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় ৪৭ জন রেটেড দাবাড়ুসহ মোট ৯৬ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার শীর্ষস্থান পাওয়া ৬ জন দাবাড়ু ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় বি’দাবা চ্যাম্পিয়নশীপে চট্টগ্রাম জেলার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন। এ চ্যাম্পিয়নশীপে আরবিটরের দায়িত্ব পালন করেন মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন ও প্রকৌশলী এস এম তারেক।

 

জয়নিউজ/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM