নিম্ন আয়ের মানুষদের সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে রাষ্ট্রীয় বাণিজ্যিক সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে ১ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এসব তেলের ক্রয়মূল্য পড়বে ১৭১ থেকে ১৭৩ টাকা। এতে মোট ব্যয় হবে প্রায় ২১৫ কোটি টাকা।
এছাড়াও ৫ হাজার টন মসুর ডাল কিনবে সরকার। প্রতি কেজির দাম পড়বে ১১১ টাকা। যা সাশ্রয়ী মূল্যে সারাদেশে নিম্ন আয়ের মানুষকে সরবরাহ করা হবে। এছাড়া ভিন্ন লটে দেশীয় ও আন্তর্জাতিক বাজার থেকে ১ লাখ ২০ হাজার টন ইউরিয়া সার আমদানি করবে সরকার।
আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব দর প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠকে মোট ১৬ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
এর আগে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। দুটি বৈঠকেই সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মস্তফা কামাল।
জেএন/কেকে