সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা

নগরের কোর্ট হিল এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের সাংবাদিক আল আমিন সিকদার ও ক্যামেরাপার্সন আসাদুজ্জামান লিমনের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দিবাগত রাত পৌনে একটার দিকে কোতোয়ালী থানায় মামলা করেন হামলায় আহত যমুনা টেলিভিশনের রিপোর্টার আল আমিন সিকদার।

- Advertisement -google news follower

মামলার বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, কোর্ট হিল এলাকায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় সাহেদুল হক ও ইসহাক আহমেদের নামে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০ -১২ জনকে আসামি করা হয়েছে।

এদিকে কোর্ট হিল এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, বুধবার (১৭ আগস্ট) বিকেলে চট্টগ্রাম কোর্ট হিল এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তির হামলার শিকার হন আল আমিন শিকদার ও আসাদুজ্জামান লিমন।

এ ঘটনায় আহত দুই সাংবাদিককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM