রাজশাহী ও রংপুর বিভাগে ‘ড্রিমস অন হুইলস’ নামে হুইলচেয়ার ক্রিকেট ট্যালেন্ট হান্টের আয়োজন করা হয়েছে।
ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড এবং ইয়ুথ কাউন্সিল-চট্টগ্রামের সার্বিক তত্ত্বাবধানে ও ইউএস অ্যাম্ব্যাসির সহযোগিতায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি’র আর্ট গ্যালারিতে শনিবার (২০ অক্টোবর) আয়োজন করে ‘ড্রিমস অন হুইল’-এর ‘চট্টগ্রাম পর্ব’।
এ ট্যালেন্ট হান্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটনের পরিচালক কাইসার চৌধুরী, আমেরিকান কর্ণার চট্টগ্রামের সহকারী পরিচালক রুমা দাশ, সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় প্রধান জিন্নাত সোহানা চৌধুরী, হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মহসিন এবং সহ-প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, বিসিএসএ এর পরিচালক মিজানুর রহমান দুর্জয়, চট্টগ্রাম হুইলচেয়ার ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক আদিল আহমেদ কবির, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক আল মামুন, বিডি ক্লিন – মহানগর সমন্বয়ক ফরহাদ জহির, ইয়ুথ কাউন্সিল এর পরিচালক আজিজ আরফিন, জাহিদুল ইসলাম শাকিল, সাইদুল মান্নান সায়েম, রাকিব হাসান, জিয়াউল ইসলাম রিপন, মোহাম্মদ আহাদুল ইসলাম, মোঃ মোরশেদ প্রমুখ।
উল্লেখ্য, এ আয়োজনে চট্টগ্রাম বিভাগ থেকে ৩৫ জন হুইলচেয়ার ব্যবহারকারী ক্রিকেট খেলোয়াড় অংশগ্রহণ করেন।
জয়নিউজ/শহীদ