বঙ্গোপসাগর থেকে বাংলাদেশি ১০ জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড। প্রতিকূল আবহাওয়ায় ট্রলারডুবির ঘটনায় এসব জেলে নিখোঁজ হয়েছিলেন।
ভারতীয় কোস্ট গার্ড শনিবার (২০ আগস্ট) এক টুইট বার্তায় এ তথ্য জানায়।
টুইটে জানানো হয়েছে, ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘আনমল’ বঙ্গোপসাগর থেকে ১০ জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে। নিখোঁজ আরও দুজন বাংলাদেশি জেলের খোঁজে ভারতীয় কোস্টগার্ড তাদের জাহাজ ও এয়ারক্রাফট দিয়ে অনুসন্ধান চালাচ্ছে।
এর আগে, শুক্রবার (১৯ আগস্ট) রাতে পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগরে ১১টি ট্রলারডুবির ঘটনায় ৩৪ জন জেলে নিখোঁজ হয়েছিলেন। এর মধ্যে ১১ জন ভারতে উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে সাগরে মাছ ধরতে গিয়ে ৭ জেলার উপকূলে ৩০টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ৩ শতাধিক জেলে। তাদের উদ্ধারে কাজ করছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।
জেএন/কেকে