সেচ’র জন্য মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিদ্যুৎ নিশ্চিত করার নির্দেশ

সেচ ব্যবস্থা সচল রাখতে গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আমনের সেচের সুবিধার জন্য এ নির্দেশ দেওয়া হয়।

- Advertisement -

সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

- Advertisement -google news follower

মন্ত্রিপরিষদ সচিব জানান, আমনের সেচের সুবিধার জন্য আগামী ১২-১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

- Advertisement -islamibank

আনোয়ারুল ইসলাম বলেন, দেশের সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে। যা কার্যকর হবে বুধবার থেকে। এ ছাড়া সপ্তাহে দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর এখন থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM