এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৭ জন।
সোমবার (২২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪৯৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪২৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
এছাড়া চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৬১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ১০৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৯ জন।
প্রসঙ্গত, ২০২১ সালে সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।
জেএন/কেকে