ইয়েমেনের হাজ্জাহ এবং আমরান প্রদেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে অন্তত ১৩ জনের মৃত্যু ও একই ঘটনায় আহত হয়েছে আরো ২৭ জন। রবিবার (২৭ আগষ্ট) দুই প্রদেশে এ হতাহতের ঘটনা ঘটে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, হাজ্জাহ প্রদেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের ফলে সাতজন মারা গেছে এবং আটজন আহত হয়েছে। অন্যদিকে, আমরান প্রদেশে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় বজ্রপাতে ছয় ইয়েমেনি মহিলা প্রাণ হারিয়েছেন এবং আরও ১৯ জন আহত হয়েছেন।
ইয়েমেনের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত বন্যায় শিশুসহ ৭৭ জন নিহত হয়েছেন এবং এতে ২ লাখের বেশি লোককে প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রারম্ভিক প্রতিবেদনগুলো ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় শনিবার পর্যন্ত অব্যাহত ভারী বৃষ্টিপাতের বিষয়ে সতর্ক করেছে। যার ফলে ২ হাজার লোক ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। খবর গালফ নিউজ
জেএন/পিআর