‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এই স্লোগানে সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও বিআরটিএ।
সোমবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা শহরের টাউন হল থেকে রের হয়ে র্যালি অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।
এখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মু. আবুল হাশেমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
তিনি বলেন, সরকার সাধারণ মানুষের জীবনের কথা বিবেচনা করে নিরাপদ সড়ক আইন চালু করেছে। গতিসীমা লঙ্ঘন না করে ট্রাফিক আইন মেনে চালকদের গাড়ি চালানোর আহ্বান জানান তিনি।
স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ’র সহকারী পরিচালক প্রদীপ কুমার দেব।
ঝুমা চাকমার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলম, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল।
জয়নিউজ/সবুজ/আরসি