চট্টগ্রামে গেল ২৪ ঘন্টা সময়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫ জন। এরমধ্যে ৩ জন নগরীর এবং বাকি দুজন সীতাকুণ্ড ও কর্ণফুলী উপজেলার বাসিন্দা।
২৪ ঘন্টায় সংক্রমণের হার ২ দশমিক ৮৪ শতাংশ। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭১৭ জন।
তবে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নগর বা উপজেলা পর্যায়ের কোথাও নতুন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা আগের দিনের মতোই ১ হাজার ৩৬৭ জনে অপিরিবর্তিত থাকল।
আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া করোনা মহামারির দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরের ১১টি ল্যাব ও এন্টিজেন টেস্টে ১৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।
জানা গেছে, চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তদের মধ্যে ৯৩ হাজার ৮২৮ জনই শহরের বাসিন্দা। বাকি ৩৪ হাজার ৮৮৯ জন বিভিন্ন উপজেলার। অন্যদিকে মোট মৃত্যু সংখ্যায় ৭৩৭ জন নগরের এবং বাকি ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
জেএন/পিআর