থানায় টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালালেন আসামি

রাজধানীর গুলশান থানার ভেন্টিলেটর দিয়ে খাদিজা আক্তার নামে এক আসামি পালিয়েছেন। শনিবার (২৭ আগস্ট) রাতে তিনি পালিয়ে যান।

- Advertisement -

গুলশান থানা সূত্রে জানা যায়, পালানোর পর খাদিজাকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। রোববার রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -google news follower

আবুল হাসান বলেন, চুরির মামলায় খাদিজাকে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে আনা হয়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে টয়লেটে যাওয়ার কথা বলেন তিনি। পরে একজন নারী পুলিশের পাহারায় থানা ভবনের বাইরে একটি টয়লেটে নিয়ে যাওয়া হয়। সেই টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যান খাদিজা। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানার আশপাশের সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। আশা করা যায় দ্রুত গ্রেপ্তার হবেন তিনি।

মামলার এজাহার থেকে জানা গেছে, গুলশান-২ এলাকার একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করছিলেন খাদিজা আক্তার। অসুস্থতার কথা বলে ১৭ আগস্ট তিনি চলে যান। ওই দিনই বাসার আলমারির ড্রয়ার খুলে দেখা যায়, সেখানে থাকা চার ভরি চার আনার স্বর্ণালংকার নেই। আরেকটি ড্রয়ারে থাকা এক লাখ ৭৫ হাজার টাকাও হারানো যায়।

- Advertisement -islamibank

এ ঘটনার পর বাসার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, ১৬ আগস্ট বিকেল ৩টা ১২ মিনিট থেকে ৩টা ১৪ মিনিটের মধ্যে ড্রয়ার খুলে স্বর্ণালংকার ও টাকা চুরি করেন খাদিজা আক্তার। ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে মামলা করা হয়।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM