আফগান প্রিমিয়ার লিগে (এপিএল) চ্যাম্পিয়ান হয়েছে বালাখ লিজেন্ডস। ফাইনালে কাবুল জওয়ানকে ৪ উইকেটে হারিয়েছে ক্রিস গেইলদের বালাখ লিজেন্ডস। ৩৪ বলে ৫৪ রান করে বালাখের জয়ে বড় ভূমিকা রাখেন সারাবিশ্বে টি২০‘র এই ফেরিওয়ালা।
শারজাহ মাঠে রোববার (২১ আগস্ট) প্রথমবারের মতো আয়োজিত এপিএলের ফাইনালে টস জিতে ব্যাট করতে নামে কাবুল। তবে কোয়াইশ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৩২ রান তোলে রশিদ খানের কাবুল। জাভেদ আহমেদী সর্বোচ্চ ৩২ রান করেন। ইনগ্রাম ও পার্নেল করেন ২১ রান করে।
বালাখের হয়ে ১৮ রান দিয়ে ৫ উইকেট নেন কোয়াইশ আহমেদ। মোহাম্মদ নবী, আফতাব আলম, মিরওয়াইস আশরাফ ও রবি বোপারা নেন ১টি করে উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে গেইলের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ১৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বালাখ লিজেন্ডস। মাত্র ৩৪ বলে ৪ ছক্কা ও ৪ চারে ৫৪ রান করেন বাঁহাতি এই উইন্ডিজ তারকা। এছাড়াও রবি বোপারা ৩২ রানে অপরাজিত থাকেন।
কাবুলের হয়ে পার্নেল নেন ৩ উইকেট। ফরিদ আহমেদ, রশিদ খান ও মুসলিম মুসা ১টি করে উইকেট নেন।
ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন কোয়াইশ আহমেদ। আর সিরিজ সেরার পুরস্কার আসে রশিদ খানের হাতে।
জয়নিউজ/পার্থ/আরসি