বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

- Advertisement -

ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে সোমবার সকালে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

- Advertisement -google news follower

শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন ডেপুটি স্পিকার।

এ সময় ডেপুটি স্পিকারের পরিবারের সদস্য ও নিজ নির্বাচনি এলাকার আওয়ামী লীগের নেতারা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

পরে বনানী কবরস্থানে ১৫ আগস্টে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিবসহ সব শহীদের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সেখানে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলীসহ জাতীয় তিন নেতা, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফসহ অন্যান্য জাতীয় নেতাদের কবর জিয়ারত করেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে পাওয়া দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে দেশবাসীর দোয়া কামনা করেছেন শামসুল হক টুকু।

রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। ওই দিন সন্ধ্যায় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ ভবনে রাষ্ট্রপতির অফিসকক্ষে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী এবং হুইপরাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বছরের ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়ার মারা গেলে পদটি শূন্য হয়। সেই শূন্য পদে স্থলাভিষিক্ত হলেন এই আওয়ামী লীগ নেতা।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM