পেসার আল আমিন হোসেন দীর্ঘদিন ধরে জাতীয় দল থেকে দীর্ঘদিন ধরেই নির্বাসিত। ঘরোয়া লিগগুলোতে তাকে দেখা যায়। এর মাঝেই এই পেসারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন তার স্ত্রী ইসরাত জাহান। আজ বৃহস্পতিবার এ বিষয়ে তিনি মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।
সাংবাদিকদের কাছে আল আমিনের স্ত্রী দাবি করেছেন, আল-আমিন হোসেন তাকে শারিরীক নির্যাতন করেন। দীর্ঘদিন ধরে মারধর করে আসছেন। সেই অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে থানায় অভিযোগ দিতে আসেন। আল-আমিন দম্পতির পরিবারের দুই সন্তান। সবাইকে আল আমিন ঘর থেকে বের করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তার স্ত্রী। আল-আমিনের বিরুদ্ধে তিনি আরও বিস্ফোরক অভিযোগও এনেছেন।
তার দাবি, অন্য এক নারীর সঙ্গে নাকি আল-আমিনের অবৈধ সম্পর্ক আছে। গত ২৫ আগস্ট আল-আমিন বাসায় গিয়ে স্ত্রীকে বেদম মারধর করে ঘর থেকে বের করে দেন। এত কিছুর পরও সন্তানদের কথা ভেবে আল-আমিনের সঙ্গে ঘর করতে চান তার স্ত্রী।
এদিকে মিরপুর থানা পুলিশ অভিযোগটি যাচাই করে দেখছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ও অভিযোগের সত্যতা পেলে মামলা নথিভুক্ত হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, নারীঘটিত কারণে এর আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিসিবি তাকে শাস্তি দিয়েছিল। বিপিএল চলাকালীন হোটেল রুমে নারী অতিথি নিয়ে যাওয়ায় তার শাস্তি হয়েছিল।
এছাড়া নানা সময়ে মাঠে অশোভন আচরণের কারণে জাতীয় দলের বাইরে থাকা এ ক্রিকেটারকে শাস্তিও পেতে হয়েছে।
জেএন/কেকে