এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট পাকিস্তান। একপেশে ম্যাচে চোখের পলকেই শেষ হয়ে যায় হংকংয়ের ইনিংস।
শারজার স্পিন বান্ধব উইকেটে পাকিস্তান পাত্তাই দেয়নি সহযোগী সদস্য দলটিকে। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৩ রান জড়ো করে পাকিস্তান। ৫৭ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান, হাঁকান ৬টি চার ও ১টি ছক্কা।
অধিনায়ক বাবর আজম (৮ বলে ৯ রান) সুবিধা করতে না পারলেও ফখর জামান ৪১ বলে ৫৩ রান করেন। শেষদিকে খুশদিল শাহ পাঁচটি ছক্কায় ১৫ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন রিজওয়ানের সাথে।
শারজার উইকেট বিবেচনায় ১৯৪ রানের লক্ষ্য পাহাড়সম। হংকং সেই পাহাড় টপকানো দূরে থাক, ধারেকাছেও যেতে পারেনি। দলটির কোনো ব্যাটার দুই অঙ্কের রানের দেখা পাননি। শূন্য রানে সাজঘরে ফিরেছেন ৩ জন। দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর ১০.৪ ওভারে ৩৮ রানে থামে হংকংয়ের ইনিংস।
পাকিস্তানের পক্ষে শাদাব খান চারটি, মোহাম্মদ নওয়াজ তিনটি, নাসিম শাহ দুটি ও শাহনেওয়াজ দহানি একটি উইকেট শিকার করেন।
প্রতিরোধহীন পরাজয়ে হংকং এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে। এর আগে প্রথম দল হিসেবে এশিয়া কাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ।
জেএন/কেকে