চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) মূল সড়ক অর্থাৎ ১নং গেইট এলাকা। এ সড়কে কোন ভাবে থামানো যাচ্ছে না সড়ক দুর্ঘটনা।গেল নয় বছরে এসড়ক কেড়ে নিয়েছে সাতটি তাজা প্রাণ।
সর্বশেষ গত রাতে বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আফসার হোসেন মোটরসাইকেল দূর্ঘটনায় মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে ক্যম্পাসের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
২০১৩ সালের ২৩ মে বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগর ছাত্র শুভর মৃত্যু হয়। ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র সুমিত মিত্রের মৃত্যু হয়। ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর বিশ্বিবদ্যালয় ইতিহাস বিভাহের অধ্যাপক মোহাম্মদ শাহ এর মৃত্যু হয়। ২০২১ সালের ২০ অক্টোবর স্থানীয় ব্যবসায়ি রুবেল সড়ক দুর্ঘটনায় মারা যায়। ২০ অক্টোবর ২০২১ সালে এসড়কে দুজন ডেকোরেশন শ্রমিকের মৃত্যু হয়। সর্ব শেষ গত রাতে প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আফসার হোসেন মোটরসাইকেল দূর্ঘটনায মারা যান।
এছাড়া এসময এসময়ের মধ্যে বহু সংখ্যাক লোক আহত হয়েছে। প্রতিটা হত্যার পরে ছাত্ররা আন্দোলন করেছে স্পিডব্রেকার,জেব্রাক্রসিং এবং ফুটওভার ব্রিজের। কিন্তু হয়নি কোনো সুরাহা। তাই সংশ্লিষ্টদের দাবী এখনি কার্যকর প্রদক্ষেপ নিয়ে আমৃত্যুর মিছিল থামান।
জেএন/কেকে