আবাসিক এলাকায় গ্যাস সংযোগ নিয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) তালবাহানা করছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২২ অক্টোবর) সকাল ১১টায় প্রতিষ্ঠানটির ষোলশহরের প্রধান কার্যালয়ের সামনে কেজিডিসিএল ঠিকাদার কল্যাণ সমিতির মানববন্ধনে বক্তরা এ অভিযোগ করেন।
এ সময় বক্তারা বলেন, আবাসিক এলাকায় গ্যাস সংযোগ দেওয়ার ঘোষণা দিয়ে চট্টগ্রাম অঞ্চলে প্রায় ২৫ হাজার আবাসিক গ্রাহক থেকে ব্যাংকের মাধ্যমে কোটি কোটি টাকা চাহিদাপত্রের অর্থ জমা নিয়েছে কেজিডিসিএল। কিন্তু চার বছর ধরে তারা তারা গ্যাস সংযোগ না দিয়ে তালবাহানা করছে।
সংগঠন সভাপতি মো. ইকরাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহসভাপতি হারুণ সাহেদ ও শফিকুল আলম তালুকদার, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারি, বাইজিদ হোসেন ঢালি, মাহফুজুর রহমান, শামীম পারভেজ, ফারুক আকবর, নূর নবী, জহুরুল ইসলাম, চট্টগ্রাম গ্রাহক সমন্বয় পরিষদের আহ্বায়ক মোঃ আলী নেওয়াজ, চট্টগ্রাম গ্রাহক পরিষদ সভাপতি জাফর আহমদ, সাধারণ সম্পাদক আবুল বাশার এবং গ্রাহক ঠিকাদার কল্যাণ পরিষদের আহ্বায়ক মো. ফারুক।
জয়নিউজ/এফও/কাউছার