সবার প্রথমে এই পথে হেঁটেছিলেন তামিম ইকবাল। এবার তামিমের পথে হেঁটে মুশফিকুর রহিমও বিদায় বলে দিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে। দেশের সেরা দুই ব্যাটারই এখন টি-টোয়েন্টি ক্রিকেটে ‘সাবেক’। এক বিন্দুতে মেলার দিনে তামিম ‘বন্ধু’ মুশফিককে অভিনন্দন জানাতে ভুলেননি।
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টি-টোয়েন্টি অভিষেক হয় মুশফিকের। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত ১ সেপ্টেম্বর, শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বে।
এই ম্যাচ হেরে বাংলাদেশকে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হয়। দেশে ফিরেই মুশফিক নিয়ে নেন অবসরের সিদ্ধান্ত। তবে খেলে যাবেন টেস্ট ও ওয়ানডে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানালেন, টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ও টেস্টে মুশফিকের আরও অনেক কিছু দেওয়ার আছে।
দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থকে অভিনন্দন জানিয়ে তামিম বলেন, ‘অভিনন্দন মুশফিক! ১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি।’
তামিম আরও বলেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার… টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!’
মুশফিকের অবসরের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘প্রিয় মুশফিক, তোমার অবসরের সিদ্ধান্ত আমার জন্য হৃদয়বিদারক। তোমার সাথে টি-টোয়েন্টি খেলা অনেক উপভোগ্য ছিল। টি-টোয়েন্টিতে তোমার অর্জন এবং ক্যারিয়ার দুর্দান্ত। তোমার ইথিক্স সব ফরম্যাটে অনুপ্রেরণা যুগিয়ে যাবে।’
মুশফিকের অবসরের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না স্পিনার তাইজুল ইসলাম। তিনি বলেন, ‘মুশফিক ভাই, টি-টোয়েন্টি থেকে আপনার অবসরের আকস্মিক সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন। তবে সব মিষ্টি স্মৃতির জন্য ধন্যবাদ। আপনার সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করা সবসময়ই আনন্দের। আমি বিশ্বাস করি, বাকি দুই ফরম্যাটে আপনার এখনও অনেক কিছু দেওয়ার আছে।’
এছাড়া তরুণ পেসার শরিফুল ইসলাম লিখেছেন, ‘আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা। আপনি আমাদের আলোর বাহক ছিলেন, আপনি সর্বদা মানুষের হৃদয়ে থাকবেন। আমরা আপনাকে টি-টোয়েন্টি ফরম্যাটে মিস করব। আপনি আমাদের জীবন্ত কিংবদন্তি। আপনার জন্য শুভকামনা।’
জেএন/কেকে