আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আওয়ামী লীগ সংগঠনের গঠনতন্ত্রের ২৮ (১) ধারা অনুযায়ী তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে। ড. হাছান মাহমুদ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
আজ রবিবার (৪ সেপ্টেম্বর) দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনের গঠনতন্ত্রের ২৮ (১) ধারা অনুযায়ী আওয়ামী লীগ-এর যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপিকে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য পদে মনোনয়ন প্রদান করেছে।
এর আগে ২০১৯ সালের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনের পর ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের নাম ঘোষণা করেছিলেন শেখ হাসিনা।
স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ইউনিয়ন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী ঠিক করে।
এই কমিটিতে আছেন- শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফর উল্লাহ, মোহাম্মদ নাসিম, ড. মো. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, ওবায়দুল কাদের, মো. রাশিদুল আলম, মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, মো. আবদুর রহমান, ড. আবদুস সোবহান গোলাপ।
২০২০ সালের ১৩ জুন করোনায় আক্রান্ত হয়ে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ নাসিম মারা যাওয়ায় দীর্ঘদিন ধরে এ পদ শূন্য ছিলো। পদটিতে নতুন করে অন্তভুক্ত হলো তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
জেএন/পিআর