কারখানাসৃষ্ট তরল বর্জ্যা দ্বারা পরিবেশ দুষণ করার দায়ে নগরের লালখান বাজারের “হাইওয়ে সুইটস” মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ৩৬হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে।
আজ সোমবার শুনানী শেষে এ ক্ষতিপূরণ আরোপ করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস।
হিল্লোল বিশ্বাস বলেন, প্রতিষ্ঠানসৃষ্ট তরল বর্জ্য পরিশোধনের জন্য তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক হলেও অদ্যাবধি তা স্থাপন করেনি হাইওয়ে সুইটস কর্তৃপক্ষ। ফলে অপরিশোধিত তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার মারাত্মক ক্ষতিসাধন অব্যাহত থাকায় এ ক্ষতিপূরণ আরোপ করা হয়।
এদিকে সাগরিকা রোড এলাকা অবস্থিত “মেসার্স আর্ক সী ফুড” নামক অপর একটি শিল্প প্রতিষ্ঠানকে একই অভিযোগে ৬৪ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়। এরআগে
২৯ আগষ্ট পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক হাছান আহম্মদ ও পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসাইন এর সমন্বয়ে গঠিত একটি এনফোর্সমেন্ট টিম প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
জেএন/এফও/কেকে