জেলা প্রশাসনের অভিযানে দুটি অবৈধ ইটভাটা উচ্ছেদ

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক এনফোর্সমেন্ট ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

- Advertisement -

উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলায় অবস্থিত মেসার্স হারুন ব্রিকস ম্যানুফ্যাকচারারস লাইসেন্স এবং ছাড়পত্র ব্যতিরেকেই অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিলো। অবৈধ এই ইটভাটার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ও মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে ইট, কিলন ও চিমনি ভেংগে গুড়িয়ে দেওয়া হয়।

- Advertisement -google news follower

পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানের সন্নিকটে স্থাপিত হওয়ায় পরিবেশগত ছাড়পত্র বাতিলের কারণে একই এলাকায় অবস্থিত খাজা ব্রিকস ম্যানুফ্যাকচারারস এর ইট, কিলন এবং চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এই অভিযানে জেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM