চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকার বিএসআরএম গ্রুপের কারখানার সামনে দুর্ঘটনায় মোহাম্মদ খানসাব (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি হুইল লোডারের চাকায় অতিরিক্ত হাওয়া দিতে গেলে চাকা ব্লাস্ট হয়ে তার মৃত্যু হয়।
নিহত খানসাব একই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের খিল মুরালী গ্রামের আবুল কাশেমের ছেলে। সে ইস্পাত শিল্প গ্রুপ বিএসআরএমের কারখানায় শ্রমিক হিসেবে দৈনিক মাটি কাটার কাজে নিয়োজিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানায় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি হুইল লোডারের চাকায় হাওয়া দিচ্ছিলেন চালক। এসময় পাশে দাড়ানো ছিল শ্রমিক খানসাব। চাকার হাওয়া অতিরিক্ত হওয়ায় চাকাটি হঠাৎ ব্লাস্ট হয়।
এসময় চাকার ভেতরে থাকা লোহার একটি অংশ এসে খানসাবের মাথায় পড়ে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে অন্যান্য শ্রমিকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্ঘটনাস্থল পরিদর্শণ করেছেন বললেন জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খায়ের হোসেন। তবে এ ঘটনায় তাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে জানালেন এ পুলিশ কর্মকর্তা।
জেএন/পিআর