আরেফিন নগরে পাহাড় কাটার দায়ে ১১ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন আরেফিন নগর এলাকায় পাহাড় কেটে স্থাপনা নির্মাণের দায়ে তা’নীমুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব (৫৫)সহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

- Advertisement -

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর মামলাটি করে। অধ্যক্ষ ছাড়াও এ মামলায় অন্য আসামিরা হলেন,মাদ্রাসাটির নির্বাহী পরিচালক মোস্তাক আহমেদ (৪৮), মো. আজিজুল হক (৩৫), আব্দুল মান্নান (৩৫), আব্দুল মাবুদ (৩৫), মো. ইমরান হোসেন (৫০), আনছার উল্লাহ (৩৮), রোকেয়া বেগম (৩৫), সিপতাহুল জান্নাত (২০), কামরুন নাহার (২৪) ও দেলোয়ার হোসেন (৭০)।

- Advertisement -google news follower

মামলার তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক (উপ সচিব) হিল্লোল বিশ্বাস।

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে গত ২৪ আগষ্ট বায়েজিদ থানাধীন ২ নং জালালাবাদ ওয়ার্ডের আরেফিন নগর তা’নীমুল কোরআন মাদ্রাসা সংলগ্ন এলাকাটি পরিদর্শণ করেন পরিবেশ অধিদপ্তরের একটি দল।

- Advertisement -islamibank

অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন,পরিদর্শক রুম্পা শিকদার ও অপর পরিদর্শক মো. মনির হোসেনের টিম ঘটনাস্থল পরিদর্শনকালে দেখতে পায়, মোট এক লক্ষ ঘনফুট পরিমাণ পাহাড় কাটা হয়েছে।

নির্মাণ করা হয়েছে ঘর, পানির কূপ। তাছাড়া পাহাড় কেটে তৈরি করা হয়েছে রাস্তা। এর পরিস্থিতি দেখার পর পরিবেশ অধিদপ্তরে শুনানিতে অভিযুক্ত ব্যক্তিদের ডাকা হয়।

গেল ২৫ আগষ্ট শুনানির নির্ধারিত সময়ে অভিযুক্তরা উপস্থিত না হওয়ায় ১ সেপ্টেম্বর পুনরায় ঘটনাস্থল পরিদর্শণ শেষে আজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন বাদি হয়ে বায়েজিদ থানায় মামলাটি দায়ের করেন।

জেএন/পিআর/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM