দেশে ইলেকট্রিক গাড়ি বানাতে চায় অশোক লেল্যান্ড

ভারতের মোটর জায়ান্ট অশোক লেল্যান্ডের মতো প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি নির্মাণ কারখানা গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

- Advertisement -

প্রতিবেশী দেশটিতে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিন বুধবার তিনি এ কথা জানান।

- Advertisement -google news follower

এর আগে সকালে নয়াদিল্লির হোটেল আইটিসি মৌরিয়াতে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি বা হাইব্রিড অটোমোবাইলে বিনিয়োগ করতে চেয়েছে ভারতীয় মোটর জায়ান্ট অশোক লেল্যান্ডের মতো বড় ভারতীয় প্রতিষ্ঠান।’

- Advertisement -islamibank

সেপা চুক্তি নিয়ে মন্ত্রী বলেন, ‘কম্প্রিহেনসিভ ইকনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সেপা অবশ্যই হবে ভারতের সঙ্গে, তবে কিছুটা সময় লাগবে৷ যত তাড়াতাড়ি সম্ভব এটি করতে চায় বাংলাদেশ।’

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM