চট্টগ্রাম নগরীতে এখন পর্যন্ত ১ লাখ ৮৩ হাজার ৭৪১ জন শিশু করোনা টিকার প্রথম ডোজের আওতায় এসেছে। এর মধ্যে ৮৮ হাজার ৮৪৩ জন ছাত্র এবং ৯৪ হাজার ৮৯৮ জন ছাত্রী।
গত ২৪ আগস্ট থেকে প্রাণঘাতী করোনা সংক্রমণ থেকে সুরক্ষা পেতে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু হয়। সর্বশেষ গতকাল মঙ্গলবার ২০ হাজার ২০০ শিশুকে টিকা দেওয়া হয়। এর মধ্যে ১০ হাজার ২৪৬ জন ছাত্র এবং ছাত্রী ৯ হাজার ৯৫৪ জন।
আজ বুধবার (৭ সেপ্টেম্বর) সিভিল কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। বলা হয়, আপাতত সিটি কর্পোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে ফাইজারের এ টিকা।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী জানান, সিটি কর্পোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। চলাকালীন সময়ে টিকা কার্যক্রমের দায়িত্বে রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।
তবে কিছু সমস্যার কারণে উপজেলায় কার্যক্রম শুরু করতে পারছি না। শীঘ্রই উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের এর আওতায় আনা হবে।
জেএন/পিআর