সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের অবৈধ বসবাসকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন, পুলিশের ওপর হামলা, কর্তব্য কাজে বাধা দেওয়াসহ ১০টি ধারা উল্লেখ করে দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ড থানার এসআই শামীউর রহমান বাদী হয়ে এ মামলা দুটি করেন।
দুটি মামলায় ২৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সরকারি কাজে বাধা, বিস্ফোরণ, কর্তব্যরত অবস্থায় পুলিশের ওপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের ১৫০ জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জেএন/কেকে