বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করের একদিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এই আদেশ দেন।
মঙ্গলবার (২৩ অক্টোবর) নগর গোয়েন্দা পুলিশ তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর জোন) মেহেদি হাসান জয়নিউজকে বলেন, আমরা ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তিনি আরো জানান, আবুল হাসেম বক্কর আগে থেকেই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। পুলিশ একাধিকবার চেষ্টা চালিয়েও তাকে গ্রেফতার করতে পারেনি।
উল্লেখ্য, সোমবার (২২ অক্টোবর) দুপুর দেড়টায় বিএনপির এই দুই নেতাকে নগরের জিইসি মোড় থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। মাহবুবের রহমান শামীমকে ২১ অক্টোবর আদালত চত্বরে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আটক দেখানো হয়েছে।
বক্করের বিরুদ্ধে ২১ অক্টোবরের মামলা ছাড়াও একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
জয়নিউজ/ফারুক/আরসি