প্রশান্ত মহাদেশ অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। এতে ১৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১১ সেপ্টেম্বর) ওশেনিয়া মহাদেশভূক্ত দেশটির পূর্বাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। খবর সিএনএন, রয়টার্সের। সিএনএনের খবরে ১৬ জন নিহতের খবরটি জানানো হলেও রয়টার্সের খবরে তা স্পষ্ট করা হয়নি।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ৮০ কিলোমিটার (৪৯.৭ মাইল)।
ভূমিকম্পের পর মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা সুনামি সতর্কতা জারি করলেও পরে সেই আশঙ্কা কেটে যায়।
খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহত হয়েছেন আরও অনেকে। এছাড়া ভূমিকম্পে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
ভূমিকম্পের পর ওই এলাকার বাসিন্দারা দ্রুত বাসা থেকে বেরিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে ক্ষতিগ্রস্ত রাস্তা, ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ি থেকে পড়ে যাওয়া জিনিসপত্রের ছবি ও ভিডিও শেয়ার করেছেন।
জেএন/এমআর