বর্তমান মন্ত্রী পরিষদ ঠিক রেখে নির্বাচন হবে। তবে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে দুই একজনকে নতুন করে মন্ত্রী পরিষদে যোগ করা হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে মন্ত্রিসভা ঠিক থেকে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও তাই হবে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সচিবালয়ে তার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ২৬ অক্টোবর মন্ত্রী পরিষদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেদিন সন্ধ্যা ৬টায় দলীয় ওয়ার্কিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হবে। ওইদিন পর্যায়ক্রমে আওয়ামী লীগের এডভাইজারি কমিটি ও সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেইদিনই মন্ত্রী পরিষদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
জয়নিউজ/আরসি