জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শোকবার্তা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বিপর্যয়ের মুখে পড়ে আওয়ামী লীগ।
সেই সংকটময় মুহূর্তে দল সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সৈয়দা সাজেদা চৌধুরী। ১৯৭৬ সালে তিনি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।
১৯৮৬ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯২ থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়ে আসছেন।
২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে তিনি জাতীয় সংসদের উপনেতা হন।
তাঁর মৃত্যুতে আমরা আওয়ামী পরিবারের দুঃসময়ের একজন অকুতোভয় সৈনিককে হারালাম।
তিনি দেশ ও মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে যে শূন্যস্থান তৈরি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়।
শিক্ষা উপমন্ত্রী মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
জেএন/কেকে