চট্টগ্রামে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২৮ হাজার ৭৮০ জনে।
তবে গেল ২৪ ঘন্টা সময়ে চট্টগ্রামের কোথাও নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ফলে মৃত্যুর সংখ্যা আগের দিনের মতোই ১ হাজার ৩শ ৬৭ জনে অপরিবর্তিত থাকল।
আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া করোনার দৈনিক প্রতিবেদন থেকে এসব জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরের ৭টি ল্যাব ও এন্টিজেন টেস্টে ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনার জীবাণুর অস্তিত্ব পাওয়া যায়। আক্রান্তদের সবাই নগরের বাসিন্দা। শনাক্তের হার ৫ দশমিক ৪১।
চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হওয়া ১ লাখ ২৮ হাজার ৭৮০ জনের মধ্যে ৯৩ হাজার ৮৮৩ জনই শহরের বাসিন্দা এবং ৩৪ হাজার ৮৯৭ জন বিভিন্ন উপজেলার।
অন্যদিকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৬৭ জনের। যার ৭৩৭ জন নগরের এবং বাকি ৬৩০ জন বিভিন্ন উপজেলার।
জেএন/পিআর