কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন এন্ড কোম্পানি লিমিটেডকে (কেজিডিসিএল) পাঁচটি প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
মঙ্গলবার (২৩ অক্টোবর) কেজিডিসিএল ও বিকেএমইএ’র উদ্যোগে যৌথ মতবিনিময় সভায় এ প্রস্তাবনা দেওয়া হয়। নগরের ষোলশহর কেজিডিসিএল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিকেএমইএ’র পক্ষ থেকে বলা হয়, লোড এক্সটেনশনের জন্য আবেদনকৃত কারখানাগুলোর জামানতের অর্থ তিন মাসের পরিবর্তে দুই মাসে নেওয়া, ডাইং কারখানায় গ্যাসের চাপবৃদ্ধি করা, শিল্পখাতে গ্যাসের মূল্য বৃদ্ধি ও নীতিমালা প্রণয়ন, এলএনজি গ্যাসের দাম ইউনিটপ্রতি কমিয়ে আনা এবং গ্যাস সংক্রান্ত সমস্যা নিরসনে স্টেকহোল্ডারদের সমন্বয়ে টেকনিক্যাল কমিটি গঠন করা জরুরি। শিল্পের বিকাশে গ্যাসের সংযোগ অপরিহার্য। এজন্য গ্যাসের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে। বন্ধ করতে হবে অবৈধ ব্যবহার।
কেজিডিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ আহম্মদ মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংস্থার প্রকৌশলী মো. ফিরোজ খান, মঞ্জুরুল হক, আনিস উদ্দিন, আজিজুল হক, দেবতোষ চাকমা, শাহেদ উদ্দিন সরওয়ার, আমিনুর রহমান, নুরুল আবছার, প্রদ্যোত কুমার সাহা ও মতিউর রহমান।
বিকেএমইএ পরিচালক ফজলুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সাবেক পরিচালক শওকত ওসমান, ফোর এইচ গ্রুপের পরিচালক মো. হাসান, কেডিএস গ্রুপের সচিব মুছা চৌধুরী, ইউনেস্কো গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মিলাদ উদ্দিন, সুপার নিটিং এন্ড ডাইংয়ের এজিএম আবু জাহেদ, বিকেএমইএ চট্টগ্রাম কার্যালয়ের সিনিয়র যুগ্ম সচিব মো. আলতাফ উদ্দিন।
জয়নিউজ/ফয়সাল